Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ প্রতিনিধি:

জানুয়ারি ২, ২০২৫, ০৫:৫০ পিএম


ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস উদ্‌যাপন করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে সেখান থেকে ওয়াকাথন প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগীরা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ২ কিলোমিটার দূরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সেসময় সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মমিনুর রহমান, সদর উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল হাই সিদ্দিকী ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আলোচনা শেষে ওয়াকাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সেসময় সরকারি, বেসরকারি কর্মকর্তাসহ প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!