Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

পাবনায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

জানুয়ারি ২, ২০২৫, ০৬:৫৭ পিএম


পাবনায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাবনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন করেছে দলটির নেতাকর্মীরা।

জেলা সদরের প্রাণকেন্দ্র লাহেড়ী পাড়ায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে দুপুরে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় দলের নেতাকর্মীরা দলীয় প্রধান খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানার ফেস্টুন জাতীয় ও দলীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

দীর্ঘদিন পরে উৎসবমুখর পরিবেশে পালিত হলো এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।

এবারের আয়োজনে জেলা সদরের ১৫টি ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে সুসজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন।

ইএইচ

Link copied!