সন্দ্বীপ প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৫, ০৭:০৮ পিএম
সন্দ্বীপ প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৫, ০৭:০৮ পিএম
সন্দ্বীপে দীর্ঘাপাড় ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে গরীব-অসহায় বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করেছে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
বৃহস্পতিবার বিকালে উপজেলার দীর্ঘাপাড় ইউনিয়ন আবাসন এলাকায় পাঁচ শতাধিক শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন ইউএনও।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কামরুল হাসান, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, ক্রীড়া সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিপাত রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ইউএনও রিগ্যান চাকমা বলেন, প্রচণ্ড শীতে মানুষ যাতে কষ্ট না পায় এর জন্য অসহায়দের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
ইএইচ