Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

ত্রিশালে শীতবস্ত্র বিতরণ করলেন ডা. লিটন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৫, ০৭:৩৮ পিএম


ত্রিশালে শীতবস্ত্র বিতরণ করলেন ডা. লিটন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ময়মনসিংহের ত্রিশালে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির অফিসে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

তিনি শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করে উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক ও নেতৃবৃন্দের কাছে কম্বলগুলো হস্তান্তর করেন। পরে তারা ইউনিয়ন ভিত্তিক কম্বলগুলো বিতরণ করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিলসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!