কিশোরগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৫, ০৮:৪৯ পিএম
কিশোরগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৫, ০৮:৪৯ পিএম
মানুষ গড়ার কারিগর (শিক্ষক) মহান স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, কিশোরগঞ্জ বিজয়ের নায়ক (মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার) সাবেক সংসদ সদস্য কবীর উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় তিনি ঢাকায় পিজি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এর আগে গুরুতর অসুস্থ প্রবীণ এ রাজনীতিবিদকে আইসিইউতে স্থানান্তর করা হয়ে।
তার আত্মার মাগফেরাত এর জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।
করিমগঞ্জ তাড়াইলে জাতীয়তাবাদী রাজনীতির গোড়াপত্তনের অন্যতম পুরোধা ব্যক্তি কবীর উদ্দিন আহমদ গড়েছেন জাতীয়তাবাদী পরিবার। তার জ্যেষ্ঠ পুত্র কিশোরগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম (ভিপি সুমন), মেজ পুত্র মাসরুর আহমেদ রুমন জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি, ছোট পুত্র মোসাব্বির হোসেন সাদ্দাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
কবির উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার। তিনি কিশোরগঞ্জ জেলা যুবদলের সাবেক নেতা ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি।
১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৪ আসনে পরাজিত হয়েছিলেন।
ইএইচ