সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
জানুয়ারি ২, ২০২৫, ০৯:১৭ পিএম
সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
জানুয়ারি ২, ২০২৫, ০৯:১৭ পিএম
‘নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার’ এ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে জাতীয় সমাজসেবা দিবস নানা আয়োজনে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা, প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ নুর আলমের সন্তানকে অর্থ সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন কুড়িগ্রাম ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
পরে দুপুরে স্বপ্নকুঁড়ি মিলনায়তনে কল্যাণরাষ্ট গঠনবিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক নুসরাত সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, জামায়াতের জেলা আমির মাওলানা আব্দুল মতিন, জেলা সমাজসেবা উপ-পরিচালক মুহম্মদ হুমায়ুন কবির, বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফয়সাল আহমেদসহ সমন্বয়করা অংশ নেয়।
এ সময় সমাজসেবা অধিদপ্তর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ নুর আলমের স্ত্রীর হাতে রেখে যাওয়া সন্তানের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা তুলে দেয়া হয়।
ইএইচ