Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গা জোনের উদ্যােগ

নাইক্যা পাড়া প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

জানুয়ারি ৩, ২০২৫, ১২:৫১ পিএম


নাইক্যা পাড়া প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলের শান্তি সম্প্রীতি উন্নয়নে  পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে এর ধারাবাহিকতায় ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন এর আওতায় মাটিরাঙ্গা জোনের অন্তর্গত  নাইক্যা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বসার জন্য বেঞ্চ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি ) দুপুরের দিকে  মাটিরাঙ্গা জোনের আওতাধীন নাইক্যা পাড়া আর্মি ক্যাম্পের  অন্তর্গত নাইক্যা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের বসার জন্য বেঞ্চ বিতরণ করেন ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি,।

Displaying IMG-20250103-WA0004.jpg

এসময়মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি, মাটিরাঙ্গা জোনের উপঅধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, পিএসসি, স্কুলের শিক্ষক, স্কুলের ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্কুলের বেঞ্চ পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাধারণ জনগণ এবং ছাত্র-ছাত্রী বাংলাদেশ সেনাবাহিনীর তথা মাটিরাঙ্গা জোনের প্রশংসা করেন।

বিআরইউ

Link copied!