সফিক ইসলাম, পাবনা
জানুয়ারি ৩, ২০২৫, ০৩:১৭ পিএম
সফিক ইসলাম, পাবনা
জানুয়ারি ৩, ২০২৫, ০৩:১৭ পিএম
পাবনায় দীর্ঘ চার বছরেও পরিচয় মেলেনি অজ্ঞাত নারীর লাশের।
২০২০ সালের ১৫ মে সকাল ১১টার দিকে পাবনার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর বাধের দক্ষিণ পাশে ব্রীজের নিচে জালের মধ্যে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত নারীর লাশটি উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে মেডিকেল রিপোর্টে জানা যায়।
এ ব্যাপারে সুজানগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় যার। পরে সুজানগর থানার কামালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে একটি মামলা করেন।
মামলাটি প্রথমে তদন্ত করেন মালিফা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা রেজাউল করিম।
পরবর্তীতে মামলাটি পাবনা জেলা বিশেষ শাখা সিআইডিতে হস্তান্তর করা হলে দীর্ঘ চার বছরেও অজ্ঞাতনামা নারীর পরিচয় বা তার স্বজনদের কোন খোঁজ না পাওয়ায় মামলার আসামিরা ধরাছোয়ার বাইরেই রয়ে গেছে।
এই অজ্ঞাতনামা নারীর পরিচয় বা তার স্বজনদের কোন সন্ধান পাওয়া গেলে বিশেষ পুলিশ সুপার কার্যালয় সিআইডি পাবনা অফিসে যোগাযোগের জন্য বলা হয়েছে। যোগাযোগ - ০১৩২০-০১৪৮৬৭ সিআইডি, পাবনা।
অজ্ঞাত এই নারীর পরিচয় পাওয়া গেলে লোমহর্ষক এই হত্যাকাণ্ডের ঘটনাটি কেনো ঘটেছে তার আসল রহস্য উদঘাটন ও আসামি শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হতো।
এ ব্যাপারে এই মামলার তদন্ত কর্মকর্তা জেলা বিশেষ শাখা সিআইডির এসআই উত্তম কুমার পাল বলেন, পাবনার বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে সংবাদ প্রচার করেও নিহত নারীর কোন পরিচয় জানা সম্ভব হয়নি। তাই দীর্ঘ চার বছরেও মামলাটির বিচারকাজ আলোর মুখ দেখেনি।
ইএইচ