পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২৫, ০৪:১৮ পিএম
পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২৫, ০৪:১৮ পিএম
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মহানগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ খায়রুল হাসান বলেছেন, আজকে শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়াজুড়ে অশান্তি মারামারি কাটাকাটি রাহাজানি এভাবে গোটা দুনিয়াকে বিষিয়ে তুলছে। এর বাইরে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশও নয় আমরা চাই একটি সুন্দর সমাজ সম্প্রতির সমাজ সৌহার্দ্যের সমাজ। আগামী দিনে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সুন্দর জনপদ গড়তে চাই।
বলেছেন, রাসুল (সা.) সত্যের বার্তা নিয়ে মুক্তি বার্তা গোটা দুনিয়ার মানুষ সাম্য সমৃদ্ধি এবং সৌহার্দ্য দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীও নিছক কোনো রাজনৈতিক দল হিসেবে না রাসুলের সেই আদেশের বার্তা নিয়ে আজকে সারা বাংলাদেশে জামায়াত ইসলামের পক্ষ থেকে নেয় ও ইনসাফের দাওয়াত দিচ্ছি।
ঐক্য, সাম্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিয়ে গাজীপুর মহানগর পূবাইলে জামায়াতে ইসলামীর আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মহানগর জামায়াতে নায়েবে আমির মুহাম্মদ খায়রুল হাসান এসব কথা বলেন।
শুক্রবার সকালে নগরীর ৪১ নং ওয়ার্ড পূবাইল উচ্চ বিদ্যালয় থেকে পূবাইল থানা আমির আশরাফ আলী কাজলের সভাপতিত্বে ২ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা শুরু করে সিটির জোন-২ এলাকা প্রদক্ষিণ করে পূবাইল আদর্শ ডিগ্রি কলেজ এসে শেষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের গাজীপুর জেলা আইনবিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, কালীগঞ্জ উপজেলা নায়েবে আমির মাহমুদুল হাসান, ডা. আমজাদ হোসেন খান, আমির আফতাবউদ্দীন, পূবাইল থানা নায়েবে আমির অ্যাডভোকেট শামীম মৃধা, সেক্রেটারি হারুন রশীদ।
ইএইচ