Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

প্রশিক্ষণরত ১৪ ট্রেইনি রিক্রুট পুলিশ সদস্যকে অব্যাহতি

সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল)

সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল)

জানুয়ারি ৩, ২০২৫, ০৪:২৬ পিএম


প্রশিক্ষণরত ১৪ ট্রেইনি রিক্রুট পুলিশ সদস্যকে অব্যাহতি

টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ জন কনস্টেবলকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের স্বাক্ষরিত আদেশে ওই ১৪ জন কনস্টেবলকে অব্যাহতি প্রদান করা হয়।

আদেশে বলা হয়েছে, ‘শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে ২ জানুয়ারি থেকে প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।’

এদিকে অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা রাতেই ট্রেনিং সেন্টার ত্যাগ করে যার যার বাড়িতে রওনা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা যায়, গত ২৪ জুন থেকে ৫৪তম ব্যাচের টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৭৯৩ জনের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। এদের মধ্যে ৬ জন অসুস্থ হওয়ায় তাদের বাদ দেয়া হয়। পরবর্তীতে ৭৮৭ জন কনস্টেবল প্রশিক্ষণ নিচ্ছিলেন। ১৯ ডিসেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সেটির তারিখ বাতিল করে ১২ জানুয়ারি করা হয়।

অব্যাহতি পাওয়া কনস্টেবলরা জানান, ‘১৯১ দিন প্রশিক্ষণ হয়েছে। ৭৮৭ জন কনস্টেবলের প্রশিক্ষণ হয়েছে। পাসিং প্যারেড হওয়ার কথা থাকলে সেটির তারিখও পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার হঠাৎ করে অব্যাহতির চিঠি দেয়া হয়। শৃঙ্খলাভঙ্গের কোন কাজ না করেও আমাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হল। আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ হওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে।’

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার সাহেদ মিয়া জানান, এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার ছাড়া আমরা কোন বক্তব্য দিতে পারবো না।

টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের সাথে মোবাইলে বারবার যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলমকে মুঠোফোনে একাধিক বার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ইএইচ

Link copied!