নবাবগঞ্জ দোহার (ঢাকা) প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২৫, ০৫:২৭ পিএম
নবাবগঞ্জ দোহার (ঢাকা) প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২৫, ০৫:২৭ পিএম
ঢাকার দোহারের সীমান্তবর্তী ইমামনগর থেকে নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের নয়ানগর সুইচগেট পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা ও হাসনাবাদ থেকে নয়ানগর গ্রাম পর্যন্ত ইছামতি নদীতে একটি সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার দুপুরে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন শেষে বিক্ষোভ ও মৌন মিছিল করেন তারা।
মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসী জানান, ইমামনগর থেকে নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের নয়ানগর সুইচগেট পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা দীর্ঘ বছর ধরে ভাঙাচোরা রয়েছে। অথচ স্বাধীনতার পরবর্তীতে এ রাস্তা উন্নয়নে তেমন কোন ভূমিকা রাখেনি কোন সরকারের জনপ্রতিনিধিরা। শুধু মুখে উন্নয়নের কথা বললেও বাস্তবে তার বাস্তবায়ন করেননি কখনো। তাই বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে এলাকাবাসীর চাওয়া তারা যেনো অতিদ্রুত এ এলাকার ৬ হাজার বাসিন্দাসহ দোহার-নবাবগঞ্জের এ পথে ব্যবহারকারী অন্তত ১২ হাজার মানুষের প্রাণের এ সড়কটি সংস্কার করে এ এলাকার যাতায়াতের মাধ্যমটি সহজ হয়।
ইমামনগর এলাকার শেখ সাদিয়া জানান, নয়ানগর এলাকায় কোন মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়া অসম্ভব হয়ে পরে। রাস্তা খারাপ হওয়ায় এ এলাকায় কোন যানবাহন সহজে প্রবেশ করে না। এছাড়া সড়ক ব্যবস্থা ভালো না হওয়ায় ঠিকমতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষার্থীরা।
নয়ানগর এলাকার বাসিন্দা সুরভি রোজারিও, শাহাদাত খান, উজ্জ্বল খান, আবুল হোসেন ও বাবু জানান, শিক্ষার্থী ও সাধারণ মানুষরা যাতে নয়ানগর থেকে হাসনাবাদ বান্দুরা সহজে যেতে পারেন সে লক্ষ্যে এলাকাবাসী ইছামতি নদীতে বাঁশের সাঁকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করেন। তবে সেই বাঁশের সাঁকো কখনো কারও জন্য গলার কাটা হয়েও দাঁড়ায়। অনেকেই এ বাঁশের সাঁকো পার হতে গিয়ে হাত-পা ভেঙেছে। আবার অনেকেই এ সাঁকো দিয়ে পার হতে গিয়ে সাঁতার না জানার কারণে পরে মৃত্যুবরণ করেছে।
তাই বান্দুর-হাসনাবাদ থেকে নয়ানগর ইছামতি নদীর উপরের সেতু নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর।
ইএইচ