পূর্বাচল প্রতিনিধি:
জানুয়ারি ৩, ২০২৫, ০৬:০৫ পিএম
পূর্বাচল প্রতিনিধি:
জানুয়ারি ৩, ২০২৫, ০৬:০৫ পিএম
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর পর প্রথম ছুটির দিন আজ। দু’দিন আগে শুরু হওয়া মেলায় কাঙ্ক্ষিত দর্শনার্থী না থাকলেই আজ সরকারি ছুটির দিন থেকে মেলায় প্রাণ ফেরার প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের।
কিন্তু শৈত্যপ্রবাহের কারণে সারাদেশের মত বাণিজ্য মেলায়ও ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা দর্শনার্থীদের পদচারণ বাড়তে থাকলেও। ছুটির দিন তুলনায় মেলায় ক্রেতা-দর্শনার্থীদের সংখ্যা খুবই সীমিত।মূলত শীতের প্রভাবে সকাল থেকে ক্রেতা-দর্শনার্থী কম আসছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (৩ জানুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) অনুষ্ঠিত ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরে এ চিত্র দেখা যায়।
সকাল ১০টায় গেট খোলার পরপরই মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। মেলার ভেতরে ঢুকতেই চোখে পড়ে, এখনো বেশ কিছু স্টলে চলছে নির্মাণ কাজ। অনেক স্টলে নির্মাণ কাজ শেষে চলছে পণ্য গোছানোর প্রস্তুতি।
তবে শীত উপেক্ষা করে যারা এসেছেন তাদের অনেকেই ঘুরে বেড়াচ্ছেন মেলা প্রাঙ্গণ।কেউ কেউ পছন্দের পণ্যও কিনছেন।
বিআরইউ