Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

বরিশালে ইয়াবাসহ নারী গ্রেফতার

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জানুয়ারি ৩, ২০২৫, ০৭:৫৪ পিএম


বরিশালে ইয়াবাসহ নারী গ্রেফতার

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইলে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ৯ হাজার ৯০৩ পিচ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বরিশাল গোয়েন্দা শাখার এসআই কাজী ওবায়দুল কবীর, এএসআই রাজিব চন্দ্র পাল, ইখতিয়ার খান, জিয়াউলসহ তাদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার বামরাইল বন্দরের সাবেক ইউনিয়ন পরিষদের সম্মুখে মাদক ক্রয়-বিক্রয়ের সময় এক নারী মাদক কারবারি সান্ত্বনা আক্তার(২৫)কে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের খেলনা গাড়ির ভিতর থেকে ৯ হাজার ৯০৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ইয়াবা কারবারি সান্ত্বনা আক্তার বরিশাল জেলার কাউনিয়া উপজেলার কাকাশুরা গ্রামের হাওলাদার বাড়ির মো. সুরুজ হাওলাদারের স্ত্রী ও মৃত হাসান সরদারের মেয়ে।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত নারী মাদক কারবারির বিরুদ্ধে মামলা হয়েছে।

আরএস

Link copied!