ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)
জানুয়ারি ৩, ২০২৫, ০৮:০৭ পিএম
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)
জানুয়ারি ৩, ২০২৫, ০৮:০৭ পিএম
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সন্দ্বীপ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বাদ মাগরিব এনাম নাহার মোড় বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার কার্যালয়ে সন্দ্বীপ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শাহাদাত হোসেন এর সভাপতিত্বে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মো. আলাউদ্দিন এর পরিচালনায়
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউছুপ বিন আবু বকর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি জসিম উদ্দিন আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুছাপুর ইউনিয়ন আমীর মাওলানা নাজিম উদ্দিন সিরাজী প্রমুখ।
সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে জেলা-উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দ এর সর্বসম্মতিক্রমে মাওলানা শাহাদাত হোসেন কে সভাপতি ও সায়েদ মাসুদ কে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছর মেয়াদি ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
আরএস