Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫,

বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন গাজীপুরের কৃতী সন্তান আবুবকর

রফিকুল ইসলাম, পূর্বাচল (গাজীপুর)

রফিকুল ইসলাম, পূর্বাচল (গাজীপুর)

জানুয়ারি ৪, ২০২৫, ০২:৪১ পিএম


বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন গাজীপুরের কৃতী সন্তান আবুবকর

৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুর মহানগর পূবাইলের কৃতী সন্তান মো. আবুবকর সরকার।

গতকাল শুক্রবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক সভায় আবুবকর সরকার কে সভাপতি হিসেবে নির্বাচন করা হয়।

নতুন সভাপতি আবুবকর সরকার বর্তমানে  সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত আছেন।

কমিটির অন্যান্য পদের মধ্যে টাঙ্গাইল গোপালপুরের ইউএনও  তুহিন হোসেনকে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোছা.আকলিমা বেগম,তিনি ইউএনও হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগে ন্যস্ত রয়েছেন। কোষাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান নারায়ণগঞ্জের বন্দরের ইউএনও। দপ্তর সম্পাদক আরাফাত মোহাম্মদ নোমান টাঙ্গাইলের নাগরপুরে ইউএনও হিসেবে কর্মরত।

এ নিয়ে ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের চতুর্থ কমিটি গঠন করা হয়েছে।

সভা পরিচালনা করেছেন বিদায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইলের মির্জাপুরের ইউএনও এ বি এম আরিফুল ইসলাম।

সভায় দ্রুততম সময়ের মধ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি করতে দায়িত্ব দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটি ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আরএস

Link copied!