ফেনী প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৫, ০২:৪৪ পিএম
ফেনী প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৫, ০২:৪৪ পিএম
ফেনীতে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে শহরের হাসপাতাল মোড় ও রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান অসহায়, দুস্থ ও ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, গত কয়েকদিন ধরে ফেনী জেলায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ভাসমান মানুষরা। এ জন্য শীতবস্ত্র নিয়ে তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেছি।
আরএস