কাজী আসাদুজ্জামান খোকন, হাতীবান্ধা (লালমনিরহাট)
জানুয়ারি ৪, ২০২৫, ০২:৫০ পিএম
কাজী আসাদুজ্জামান খোকন, হাতীবান্ধা (লালমনিরহাট)
জানুয়ারি ৪, ২০২৫, ০২:৫০ পিএম
লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দে বিষাক্ত ক্যামিকেল ব্যবহার করে ১৫ বিঘা জমির ভুট্টা ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে সানিয়াজান ইউনিয়ন পরিষদের সদস্য হানিফ আলী রাজার বিরুদ্ধে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর হাকিম বাদি হয়ে স্থানীয় থানায় ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, গত ৩০ ডিসেম্বর রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামের ৭ নং ওয়ার্ডের আব্দুল হাকিম সহ কয়েকজন ওয়ারিশ বর্গের ১৫ বিঘা জমির ভুট্টা ক্ষেতে বিষাক্ত ক্যামিকেল স্প্রে করে নষ্ট করা হয়। বিষয়টি সরজমিনে তদন্ত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম ও হাতীবান্ধা থানা পুলিশসহ উপজেলা কৃষি কর্মকর্তা।
এ সময় ভুক্তভোগী পরিবার গুলোর মধ্যে আব্দুল হাকিম বলেন, ইউপি সদস্য হানিফ আলী রাজা ও তার ছোটভাই খাজা, কাসেম সহ কয়েকজন যোগসাজশে ভুট্টা ক্ষেতে বিষাক্ত ক্যামিকেল দিয়ে নষ্ট করে অমানবিক কাজ করেছে।
তবে অভিযুক্ত ব্যক্তি ইউপি সদস্য হানিফ আলী রাজা অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, ভুট্টা ক্ষেত নষ্ট করার ব্যাপারে আমি কিছু জানিনা। আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে।
হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিষটি শুনে আমি উপ-সহকারি কৃষি কর্মকর্তা কে ঘটনা স্থল পরিদর্শনের জন্য পাঠাই। ১৫ বিঘা জমির ভুট্টা ক্ষেত নষ্ট করাটা একটা অত্যন্ত দুঃখ জনক। দোষীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অভিযোগের বিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে সতত্য পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএস