Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫,

নান্দাইলে মুরাদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ কর্মী হামিম গ্রেফতার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৫, ০৩:০৬ পিএম


নান্দাইলে মুরাদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ কর্মী হামিম গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইলে বিগত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে লিফলেট বিতরণকালে ছুরিকাঘাতে নিহত মুরাদ হত্যার ২নং আসামি আশরাফুল আলম হামিম (২১)কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ উক্ত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 

জানাগেছে, গ্রেফতারকৃত আসামি আশরাফুল আলম হামিম নান্দাইল পৌরসভার আলাবক্সপুর গ্রামের আবুল কালামের পুত্র। সে নান্দাইল শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রী কলেজের ২য় বর্ষ শাখা ছাত্রলীগের সভাপতি ছিল। উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ৩১শে মে রাতে উপজেলা সদরে আনারস প্রতীকের নির্বাচনী লিফলেট বিতরণের সময় নৌকার কর্মীদের হাতে ছুরিকাঘাতে একই মহল্লার তোফাজ্জল হোসেন ভূইয়ার পুত্র মো. মুরাদ ভ‚ইয়া (১৮) খুন হয়। 

পরে এ ঘটনায়১লা জুন/২০২৪ তোফাজ্জল হোসেন ভূইয়া বাদী হয়ে নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামিম, শরীফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. নাদিম, মোফাজ্জল হোসেন,মো.লাবন, যুবলীগ নেতা সাজিদ হাসান নিপুন, ছাত্রলীগ নেতা মো. মুরাদ, মো. মাজহারুল, মিজান ও মো. আমিন সহ অজ্ঞাত আরও ৩/৪ জনের নামে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বলেন, মুরাদ হত্যা মামলার প্রধান আসামী হামিম’কে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় বেশ কয়েকজন জামিনে আছে। পলাতক অন্য আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে।

আরএস

 

Link copied!