এম.এস আরমান, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
জানুয়ারি ৪, ২০২৫, ০৩:৪১ পিএম
এম.এস আরমান, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
জানুয়ারি ৪, ২০২৫, ০৩:৪১ পিএম
টানা ৪১ দিন জামাতের সহীত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২৫ শিশু-কিশোর।
শনিবার (৪ জানুয়ারী) উপজেলার চরকাঁকড়া গ্রামের দারুস সালাম মসজিদ কমিটির উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম অধিবেশনে ২৫ শিশু-কিশোরের হাতে বাইসাইকেল তুলেদেন উপজেলা সহকারী কমিশনার মো. হাবেল উদ্দীন।
এসময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়েতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, উপজেলা হাসপাতাল মালিক সমিতি’র সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক হাজ্বী আব্দুল কুদ্দুস,দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় স্টাফ রিপোর্টার ও মসজিদ কমিটির সেক্রেটারী মো. মাসুদ আলম,আয়োজন কমিটির সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দিন প্রমূখ।
শিশু-কিশোরদের অসামাজিক কার্যক্রম থেকে বিরত রেখে মসজিদ মুখি করে জামাতে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সহকারী কমিশনার বলেন, যেই সময়ে প্রত্যেকটি সমাজেই কিশোর গ্যাং নিয়ে মানুষ আতংকিত সেই সময়ে শিশু-কিশোরদের নিয়ে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
এমন উদ্যোগ প্রত্যেকটি সমাজ ও প্রত্যেকটি গ্রামে আয়োজন হলে সমাজ থেকে অন্যায়-অবিচার ও কিশোর গ্যাং এর প্রবণতা দ্রুত সময়ে মুছে যাবে বলে দাবি করেন সহকারী কমিশনার হাবেল উদ্দিন।
এবিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির সেক্রেটারি সাংবাদিক মাসুদ আলম জানান,আমাদের পরবর্তী প্রজন্মের হাতে সুন্দর একটি সমাজ উপহার দেয়ার লক্ষেই শিশু-কিশোরদের নিয়ে এই আয়োজন। এতে ৩২ শিশু-কিশোর অংশগ্রহণ করে টানা ৪১ দিন জামাতের সহীত মসজিদে এসে নামাজ আদায় করে বিজয়ী হওয়ায় উপহার হিসেবে ২৫ জনকে বাইসাইকেল প্রদান করা হয়।
আরএস