Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫,

কোনাবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোহানুর গ্রেফতার

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ী (গাজীপুর)

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ী (গাজীপুর)

জানুয়ারি ৪, ২০২৫, ০৩:৫১ পিএম


কোনাবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোহানুর গ্রেফতার

গাজীপুরে নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগের কোনাবাড়ী থানা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহানুর রহমান সোহানকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার সময় কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহান মহানগরীর আমবাগ এলাকার সামসুল হকের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।

তিনি বলেন,ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে গোপনে মিটিং করার প্রস্ততি নিচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

এছাড়াও তার বিরুদ্ধে  নাওজোড় হাইওয়ে থানায় হামলা ও ভাংচুরের অভিযোগ রয়েছে। তিনি আরো বলেন, শনিবার  (৪ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

আরএস
 

Link copied!