মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৫, ০৬:১২ পিএম
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৫, ০৬:১২ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা সেক্রেটারি মাওলানা মুফতি আবুল কাশেম মৃধার মাতা ডালিমন বেগম (৭৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ইন্তেকাল করেছেন।
শনিবার ভোর পাঁচটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন ডালিমন বেগম। সোমবার তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, চার মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার আমীর আহসান হাবিব মাসুদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়াহ ইয়া খান মারুফ গভীর শোক প্রকাশ করেছেন।
বাদ যোহর দুপুর ২টায় গোড়াইল মৃধা পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে মৃধাপাড়া সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ইএইচ