Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

অভয়নগরে সড়কের পাশ থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৫, ০৬:৫৫ পিএম


অভয়নগরে সড়কের পাশ থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার নওয়াপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম পরিচয় জানাতে পারেনি। মৃত কিশোরের বয়স আনুমানিক ১৩ বছর বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা সবুজ হোসেন বলেন, শনিবার সকালে ঢাকার একটি ট্রেনে চড়ে অজ্ঞাত ওই কিশোরটি নওয়াপাড়া রেলস্টেশনে আসে। পরে ঠিকানা জানতে চাইলে রংপুরে বাড়ি বলে জানায় ওই কিশোর। দুপুরে সড়কের পাশে ইকবল মার্কেটে অজ্ঞাত ওই কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই কিশোরের কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!