Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

টেকনাফে কোস্ট গার্ড মাদক কারবারি গোলাগুলি, নিহত ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৫, ০৭:০৭ পিএম


টেকনাফে কোস্ট গার্ড মাদক কারবারি গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় অস্ত্রসহ ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) রাতে টেকনাফের নাফ নদে এ ঘটনা ঘটে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার রাতে নাফ নদে মিয়ানমার থেকে বড় ধরনের মাদকের চালান আসার সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের বিশেষ একটি টহল দল স্পিডবোট নিয়ে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি ইঞ্জিনচালিত বোট শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড তাদের চ্যালেঞ্জ ককরে। এ সময় তারা কক্সবাজারের দিকে পালিয়ে যায়। আমাদের বোট তাদের কাছাকাছি গেলে তারা আমাদের লক্ষ্য করে গুলি করে। আমাদের অভিযানিক দল আত্মরক্ষার্থে পাল্টা তাদের বোটের ওয়াটার লাইন ও ইঞ্জিন রুম বরাবর গুলিবর্ষণ করে। একপর্যায়ে বোটটি থেমে যায়।

লে. কমান্ডার (বিএন) মো. সিয়াম-উল-হক বলেন, বোটটিতে তল্লাশি চালিয়ে তিনটি অস্ত্র ও তিন রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। বোট থেকে ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে আটক করা হয়। পরে ইঞ্জিন রুম তল্লাশি করলে ইঞ্জিনের পাশে  একজনকে গুলিবিদ্ধ  অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরএস

Link copied!