কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
জানুয়ারি ৫, ২০২৫, ১১:৩৮ এএম
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
জানুয়ারি ৫, ২০২৫, ১১:৩৮ এএম
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দেশের বৃহত্তম এ বাহিনীকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হবে। দেশের আর্থসামাজিক উন্নয়নে বাহিনীর ৬০ লাখ সদস্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে শক্তিশালী করতে আনসার বাহিনী অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।
বলেন, বাহিনীর ৬০ লাখ সদস্যের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা হচ্ছে। ডাটাবেজ সম্পন্ন হলে, সদস্যদের দক্ষতা ও অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানা যাবে।
রোববার সকাল ১০টায় গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যদের তথ্য সরবরাহে আনসার সদস্যদের দক্ষতা বাড়ানো হচ্ছে, যা সীমান্তে সন্ত্রাস দমন সহজ করবে। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নে ইউনিয়ন পর্যায়ের নারী লিডাররাও দক্ষতার সাথে কাজ করছেন। দেশের রাজস্ব ব্যবস্থাপনার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা বিশেষ ভূমিকা পালন করছেন।
তিনি বলেন, ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আনসার বাহিনী সর্বদা নিষ্ঠার সাথে কাজ করছে।’
অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টা ২০ মিনিটে কেক কেটে এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন মহাপরিচালক।
এরপর সুসজ্জিত বাহিনীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
ইএইচ