Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

নেত্রকোণা সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিলসহ মিনি ট্রাক জব্দ

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

জানুয়ারি ৫, ২০২৫, ০১:১৩ পিএম


নেত্রকোণা সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিলসহ মিনি ট্রাক জব্দ

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) গোপালপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৬৩ বোতল ফেনসিডিলসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) রোববার সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার নলুয়াপাড়া বিওপি ক্যাম্পের ৬ সদস্যের একটি টহল দল সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহলকালে দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় দ্রুতগামী একটি মিনি ট্রাককে সন্দেহ হলে ট্রাকটিকে থামানোর সিগনাল দেয়।

এ সময় চোরাকারবারিরা ট্রাক ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরে বিজিবির জোয়ানরা মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়।

জব্দকৃত ফেনসিডিলসহ ট্রাকটি নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

ইএইচ

Link copied!