Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় দুই চোরাকারবারী আটক

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

জানুয়ারি ৫, ২০২৫, ০১:৩৯ পিএম


ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় দুই চোরাকারবারী আটক

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

শনিবার সন্ধায় জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী অষ্টজঙ্গল নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, ভারতের ত্রিপুরার সিপাহীজলার মো. রাজু আহমেদ (২৬) ও একই এলাকার মো. সোহাগ হাসান (২৫)।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সুত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনাকালে বাংলাদেশের অভ্যন্তরে অষ্টজঙ্গল নামক স্থান থেকে দুই ভারতীয়কে আটক করে।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারত থেকে বাংলাদেশে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তারা।

সুলতানপুর (৬০) বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত ভারতীয় নাগরিক চোরাচালানের সাথে জড়িত অপরাধে এবং পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় সোপর্দ করে।

ইএইচ

Link copied!