Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

কলমাকান্দায় প্রাথমিকের ২ শিক্ষক বরখাস্ত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

জানুয়ারি ৫, ২০২৫, ০৪:৩৯ পিএম


কলমাকান্দায় প্রাথমিকের ২ শিক্ষক বরখাস্ত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা দু’জন কলমাকান্দা থানায় মামলার আসামি এবং ইতোমধ্যে তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করেছে পুলিশ।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন- নাগডরা সরকারি শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফ আহমেদ। আরেকজন হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অঞ্জন সরকার।

রোববার (৫ ডিসেম্বর) এতথ্য জানান নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম এবং তার গত ২৬ ডিসেম্বর তারিখে স্বাক্ষরিত পৃথক দু’টি পত্র হতে দু’জন শিক্ষক বরখাস্তের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ সার্ভিস রুল (বি.এস.আ.) পার্ট-১ এর ৭৩ বিধির নোট (২) এবং সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৩৯ (২) মোতাবেক পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ার তারিখ গত বছরের ৮ ডিসেম্বর হতে দুজনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্তের সময় কার্যকর করা হবে ওই পত্রের উল্লেখ রয়েছে।

বিআরইউ

Link copied!