Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে লালপুরে সংঘর্ষ, আহত ৫

লালপুর (নাটোর) প্রতিনিধি:

লালপুর (নাটোর) প্রতিনিধি:

জানুয়ারি ৫, ২০২৫, ০৫:০৭ পিএম


ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে লালপুরে সংঘর্ষ, আহত ৫

নাটোরের লালপুরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি-আ.লীগ সংঘর্ষে সেনাসদস্য সহ ৫ জন আহত হয়েছে। 

শনিবার (০৪ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর বাজারে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন– আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, তার ছেলে সোহাগ,  তার নাতি জয় ও সেনাবাহিনীর সদস্য জিহাদ ও ছাত্রদল কর্মী সাগর।

স্থানীয়রা জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোষ্ট করে জয়। এর জেরে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ওই ছাত্রলীগ নেতাকে মারধর করে। পরে স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাদের ধাওয়া করে সাগর নামে এক ছাত্রদল কর্মীকে মারধর করে আটকাই রাখে।

পরে বিএনপি নেতাকর্মীরা একত্রে হয়ে ছাত্রদল কর্মীকে তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে।

Displaying IMG-20250105-WA0046.jpg

আব্দুল মান্নান, আবু বক্কর সিদ্দিক ও সেন্টু নামে ৩ আওয়ামী লীগ সমর্থকের বাড়ি ভাংচুর করে। এসময় মান্নানের বাড়িতে বেড়াতে আসা ছুটিতে থাকা সেনাবাহিনী সদস্য জিহাদসহ অনন্ত ৪ জন আহত হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, বর্তবানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিআরইউ

Link copied!