কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
জানুয়ারি ৫, ২০২৫, ০৬:৩৩ পিএম
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
জানুয়ারি ৫, ২০২৫, ০৬:৩৩ পিএম
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উফশী জাতের (ব্রিধান-৯২) সমলয় চাষাবাদ এর ৫০ একর প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নাধীন চুপাইর সমলয় প্রদর্শনী মাঠ সংলগ্ন রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান, এনডিসি অভ্র জ্যোতি বড়াল, অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুমার পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন ঊর্মি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা তাসলিম।
অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা সমলয় পদ্ধতিতে কৃষি কাজ করছে এটা সুখবর। কম সময়ে এবং কম খরচে কৃষকেরা যাতে ফলন তাদের ঘরে তুলতে পারে সেই লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। খাদ্যের চাহিদা পূরণে খাদ্য উৎপাদনের দিকে মনোযোগী হতে হবে। পরিবেশ সুন্দর রাখতে যন্ত্রের মাধ্যমে চারা রোপন করতে হবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকেরা লাভবান হবে। সরকার কৃষকের কথা চিন্তা করে বিভিন্ন প্রণোদনা দিচ্ছেন। সময়, অর্থ ও শ্রমিক সাশ্রয়ের জন্য সরকার বিভিন্ন পদ্ধতিতে চাষাবাদের জন্য মেশিনারী তৈরি করছেন। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন করলে সময় ও অর্থ কম লাগবে। শ্রমিকের অভাব দূরীভূত হবে।
বিআরইউ