Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে অটোরিকশা চালকের বসতঘর ভস্মীভূত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

জানুয়ারি ৫, ২০২৫, ০৯:২৩ পিএম


হাটহাজারীতে অগ্নিকাণ্ডে অটোরিকশা চালকের বসতঘর ভস্মীভূত

চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনায় মোহাম্মদ সুজন (২৮) নামে এক অটোরিকশা চালকের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হাটহাজারী থানাধীন চসিক দক্ষিণ পাহাড়তলি ১নং ওয়ার্ডের উত্তর ফতেয়াবাদের মাহমুদাবাদ গ্রামের গুল মোহাম্মদ তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ সুজন একই গ্রামের আলী মোল্লা বাড়ীর মৃত মোহাম্মদ হোসেনের পুত্র। 

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানাযায়, গত দুইবছর পূর্বে সুজন তার পরিবার থেকে পৃথক হয়ে গুল মোহাম্মদ তালুকদার বাড়িতে বাৎসরিক ১৫হাজার টাকা ভাড়া প্রদান কারার চুক্তিতে ভিটা ভাড়া নিয়ে নিজের অর্থায়নে বসতঘর নির্মাণ করে। সেখান দুইবছর ধরে তার স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করে আসছে।

ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে কোনরকম জীবিকানির্বাহ করে সুজন। তার স্ত্রী ও সন্তান ঘরে থেকে বের হয়ে পার্শ্ববর্তী এলাকার দোকানে সদাই কিনতে গেলে সন্ধ্যায় হঠাৎ তার বসতঘরে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল পৌঁছলেও তার আগে স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের আনে। তবে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও গৃহপালিত হাঁস মুরগি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এককথায় পরিধানের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা যায়নি। ধারনা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে। 

এঘটনায় আনুমানিক ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত সুজনের। এমতাবস্থায় সকলের সহযোগিতা কামনা করে সুজন।

বিআরইউ

Link copied!