Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

বরিশালে ফার্মেসি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জানুয়ারি ৬, ২০২৫, ১০:৩৭ এএম


বরিশালে ফার্মেসি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

বরিশালে ফার্মেসি ব্যবসায়ীরা ধর্মঘটের আড়াই ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে তা প্রত্যাহার করেছেন।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএ) বরিশাল কার্যালয় ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা ধর্মঘট তুলে নেন।

রোববার সন্ধ্যায় নগরের টাউন হলের সামনে বিক্ষোভ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন তারা।

এর আগে বিকাল থেকেই নগরে ৬ সহস্রাধিক ফার্মেসি বন্ধ করে দেয়া হয়। এতে চরম দুর্ভোগে পড়েন জনসাধারণ।

পরে বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে রাতে ডাকা হয়। সেখানে পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা, বিপিএম (বার) তাদের আশ্বাস দেন রাতের মধ্যে অভিযুক্তকারী ইকবালকে গ্রেপ্তার করবে।

ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এমন আশ্বাসে জনগণের কথা বিবেচনা করে তাঁরা রাতে ধর্মঘট প্রত্যাহার করেন।

তাদের দাবি পূরণ না হলে ফের কঠোর কর্মসূচি দেবেন বলে ঘোষণা করেন সমিতির নেতারা।

সমিতির নেতারা জানিয়েছেন, সমিতির কার্যলয় ভাঙচুর এবং সমিতি দখলের প্রতিবাদে রোববার সন্ধ্যায় শেবাচিম হাসপাতালের সামনেসহ বরিশালের সব ফার্মেসি বন্ধ করে ফার্মেসি ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

পরে অভিযুক্ত আসামিদের পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা ধর্মঘট তুলে নেন। খুলে দেন ওষুধের ফার্মেসিগুলো।

ইএইচ

Link copied!