Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

নড়াইলে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৫, ১১:২৩ এএম


নড়াইলে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নড়াইলে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার সকাল পৌনে ৭টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালি সেতু-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, হাওয়াইখালি সেতু-সংলগ্ন এলাকায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপচালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!