Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

গভীর রাতে ম্যাজিস্ট্রেট দেখে স্কেভেটর রেখে পালালো মাটি দস্যুরা

দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি

দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ৬, ২০২৫, ০১:৫৬ পিএম


গভীর রাতে ম্যাজিস্ট্রেট দেখে স্কেভেটর রেখে পালালো মাটি দস্যুরা

দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় রাতের অন্ধকারে টপসয়েল কেটে ইটভাটায় বিক্রয় করছে বিভিন্ন অসাধু চক্র। এ চক্র দমনে প্রশাসন রোববার রাতে অভিযান পরিচালনা করেছে।

রাত আনুমানিক ১১টা হতে ভোর রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া, নলুয়া ও সাতকানিয়া সদর ইউনিয়নের কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা স্কেভেটর রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি স্কেভেটর আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা।

জনস্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

এদিকে এ ধরনের অভিযানের খবর পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার ভুক্তভোগী মহল।

কেঁওচিয়ার বাসিন্দা আব্দুর রহিম জানান, প্রতিরাতে মাটি দস্যুরা দলবল নিয়ে স্কেভেটর দিয়ে কৃষি জমির উপরিভাগের উর্বর অংশ কেটে নিয়ে বিভিন্ন এলাকায় বিক্রয় করে দিচ্ছে।ফলে জমির উর্বর অংশ হারিয়ে যাচ্ছে। জমিগুলো পুকুরের রূপ ধারণ করছে। রাস্তাঘাট ধ্বংস হয়ে যাচ্ছে।

ইএইচ

Link copied!