রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৫, ০৩:০৮ পিএম
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৫, ০৩:০৮ পিএম
সরকারের ত্রাণ তহবিল থেকে পাওয়া ১০০টি কম্বল নরসিংদীর রায়পুরা উপজেলার ১০০ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে রায়পুরা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সজীব, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সরকার, বীর মুক্তিযোদ্ধা মানিক ভেন্ডার, বীর মুক্তিযোদ্ধা শামসুল হকসহ আরেও অনেকে।
ইএইচ