গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
জানুয়ারি ৬, ২০২৫, ০৩:১৩ পিএম
গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
জানুয়ারি ৬, ২০২৫, ০৩:১৩ পিএম
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগের (বিউবো) নেত্রকোণায় নবাগত নির্বাহী প্রকৌশলী মো. সালাহ উদ্দিন যোগদান করেছেন।
নবাগত নির্বাহী প্রকৌশলী মো. সালাহ উদ্দিন আমার সংবাদকে জানান, গত ২০২৪ সালের ২৪ ডিসেম্বর নেত্রকোণায় নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন তিনি। এর আগে তিনি বিক্রয় ও বিতরণ বিভাগের (বিউবো) ভৈরব বিদ্যুৎ অফিসে ২০২৩ সালের ১৬ মার্চ যোগদান করে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই বছর সৎ ও নিষ্ঠার সাথে সরকারের অর্পিত দ্বায়িত্ব পালন করেন।
তিনি আরও জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ২০১০ সালে প্রথম সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করে এখন প্রায় ১৫ বছর যাবৎ (বিউবো)`তে কর্মরত রয়েছেন।
বর্তমানে নেত্রকোণা জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত থাকাবস্থায় জেলার সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
ইএইচ