নরসিংদী প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৫, ০৫:৪৬ পিএম
নরসিংদী প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৫, ০৫:৪৬ পিএম
প্রতারণার মাধ্যমে ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩০ মামলার আসামি রড-সিমেন্ট ব্যবসায়ী রহমত উল্লাহ ভূইয়া (৪৬) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গাজীপুর জেলার পূবাইল থানার মাজুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সোমবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।
গ্রেপ্তারকৃত রহমতউল্লাহ ভূইয়া (৪৬) নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার আবুল কাশেমের পুত্র। সে পেশায় রড সিমেন্টের ব্যবসায়ী।
এ সময় পুলিশ সুপার বলেন, রড সিমেন্ট ব্যবসার অন্তরালে রহমত উল্লাহ ভূইয়া প্রতারণার উদ্দেশ্যে শিবপুর মডেল থানা এলাকার কমপক্ষে ৩০ জন বিভিন্ন শ্রেণিপেশার সহজ সরল মানুষকে মোটা অঙ্কের ব্যবসায়ীক মুনাফার লোভ দেখিয়ে এবং বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে প্রায় ৬০ কোটি টাকা আত্মসাৎ করেন। এছাড়া তিনি ভুয়া এতিমখানা দেখিয়ে একটি বিদেশি এজেন্সির নিকট থেকে প্রায় ১৫ লাখ টাকা এবং রায়পুরার চরসুবুদ্ধিস্থ ইসলামপুর মাদরাসার নির্মাণকাজ ও রড সিমেন্ট দেয়ার কথা বলে ২০ লাখ টাকা আত্মসাৎ করেন।
প্রতারক রহমত উল্লাহ ভূইয়া এখানেই তার ভানুমতির খেলা শেষ করেনি সে অবসরপ্রাপ্ত বিভিন্ন সেনা সদস্যদের নিকট হতে বাড়ি নির্মাণে রড-সিমেন্ট সরবরাহ করার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন। সব মিলিয়ে মোট ৬০ কোটি টাকা আত্মসাৎ করে ২০২৩ সাল থেকে তিনি গা ঢাকা দেন।
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে।
এর মধ্যে তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২০টি মামলার ওয়ারেন্ট রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় ৪ মাসের চেষ্টায় রহমত উল্লাহ ভুঁইয়ার অবস্থান নিশ্চিত হয়ে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
রহমত উল্লাহ ভূইয়া গাজীপুর জেলার পূবাইল থানার মাজুখান এলাকায় রিকশাচালকের ছদ্মবেশে পলাতক ছিল।
ইএইচ