Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

চট্টগ্রামে সাবেক ওসিকে পুলিশে দিলো বিএনপি নেতাকর্মীরা

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

জানুয়ারি ৬, ২০২৫, ১০:৩৪ পিএম


চট্টগ্রামে সাবেক ওসিকে পুলিশে দিলো বিএনপি নেতাকর্মীরা

চট্টগ্রাম সিএমপি জোনের কোতোয়ালি ও বাকলিয়া থানার সাবেক ওসি নিজাম উদ্দিনকে ধরে থানায় সোপর্দ করেছে বিএনপির নেতাকর্মীরা।

সোমবার দুপুর আড়াইটার দিকে নিজ গাড়িতে করে সন্তানসহ পাসপোর্ট অফিসে যায় তিনি।

এ সময় বিএনপির নেতাকর্মী তাকে দেখে তেড়ে গিয়ে ঝাপটে ধরে বিভিন্ন অভিযোগ তুলেন এবং থানা পুলিশের হাতে তুলে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন।

নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম বলেন, পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন আওয়ামী লীগের আমলে নগরের কোতোয়ালি ও বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ওই সময় তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন। বিনা কারণে গ্রেপ্তার করেছেন। চাঁদাবাজি করেছেন। অনুমতি থাকা সত্ত্বেও বিএনপিকে কর্মসূচি পালন করতে দেননি নেজাম উদ্দিন। আর তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে হবে।

নেজাম উদ্দিনকে হেনস্থার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান।

বলেন, নেজাম উদ্দিন বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। এর বেশি কিছু মন্তব্য করেননি তিনি।

এদিকে পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিনের গ্রেপ্তারের দাবিতে পাঁচলাইশ থানা ঘেরাও করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা সেখানে বিচারের দাবিতে মিছিল করছেন।

ইএইচ

Link copied!