Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

পুড়ে গেছে মূল্যবান ফাইল

বাঞ্ছারামপুরে কৃষি কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ড

ফয়সাল আহাম্মেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

ফয়সাল আহাম্মেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

জানুয়ারি ৬, ২০২৫, ১০:৪৫ পিএম


বাঞ্ছারামপুরে কৃষি কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দুটি কক্ষের আসবাবপত্র জরুরি কাগজপত্র পুড়ে যায়।

রাতে দায়িত্বরত নৈশপ্রহরী অফিসে না থাকায় কখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না। এটি দুর্ঘটনা নাকি কেউ আগুন ধরিয়ে দিয়েছে এ নিয়ে রয়েছে নানা রকম গুঞ্জন।

উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন জানান, সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি অফিসে এসে দেখতে পাই কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ও পাশের কক্ষটি আগুনে পুড়ে গেছে। এ সময় মূল্যবান অনেক ফাইল পুড়ে যায়। নৈশপ্রহরীর বাড়ি কাছে হওয়ায় নিয়মিত রাতে অফিসে থাকে না। সিসিটিভি ফুটেজ দেখে আমরা অগ্নিকাণ্ডের কারণ বের করার চেষ্টা করছি, পুলিশও এসেছিল তারাও দেখছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর জানান, কৃষি অফিসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি গিয়েছিলাম বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সিসিটিভি ফুটেজ দেখে আমরা অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছিল জানার চেষ্টা করছি।

ইএইচ

Link copied!