পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
জানুয়ারি ৭, ২০২৫, ০১:২০ পিএম
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
জানুয়ারি ৭, ২০২৫, ০১:২০ পিএম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতার দখলে থাকা জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) ১২টার দিকে উপজেলার নারান্দী ইউনিয়নের জামতলা বাজার ও পোড়াবাড়িয়া গ্রামে পোড়াবাড়িয়া মৌজা উদ্ধার অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়ার উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মামুন সরকার। অভিযানে ৬২ শতাংশ জমি উদ্ধার করা হয়।
অভিযুক্ত মো: আলাউদ্দিন নারান্দী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
জানা যায়, ক্ষমতার প্রভাব দেখিয়ে কয়েকবছর আগে আলাউদ্দিন তার ভাতিজা কাজল মিয়ার সম্পত্তি দখল করে দোকান ও বাড়িঘর নির্মাণ করে। এ ব্যাপারে স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করেও কোন কাজ হয়নি।
পরবর্তীতে কাজল মিয়া ২০১৫ সালে আদালতের আশ্রয় নিয়ে বাঁটোয়ারা মামলা করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে গত বছরের ৮ অক্টোবর জেলা জজ আদালতের সহকারী জজ মোজাম্মেল হক কাজল মিয়ার পক্ষে রায় ঘোষণা করেন। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো মামুন সরকার। পাকুন্দিয়া থানার পুলিশ ফোর্স উপস্থিত থেকে রায় কার্যকর করেন।
বিআরইউ