Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

মুফতি আমির হামজা

আমি আয়না ঘরে দশ দিন বন্দী ছিলাম

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

জানুয়ারি ৭, ২০২৫, ০১:৩৮ পিএম


আমি আয়না ঘরে দশ দিন বন্দী ছিলাম

মুফতি আমির হামজা আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি মাওলানা মামুনুল হকের কাছে ঋণী। তিনটা বছর জেলের ভিতর উনি আমার পিছনে অনেক শ্রম দিয়েছে ,আমি জেলের ভিতর ছিলাম সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। আমি নিজে ও আয়না ঘরে  দশ দিন বন্দী ছিলাম, আমি দেখেছি ওখানে মানুষকে কি ধরনের নির্যাতন করা হয়। 

সোমবার (৬ জানুয়ারি) রাত দশটার দিকে মাদারীপুরের শিবচরের দ্বিতীয় খণ্ড ইউনিয়নের  মোল্লা বাড়ির জামে মসজিদ ও চরকেশবপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, বছরের পর বছর বন্দী ছিল মানুষ ঐ আয়না ঘরে , বন্দিদের চুল হাতের নখ এত বড় হয়ে যেত যে সেই নখ দিয়ে দেয়ালে তাদের স্বজনদের মোবাইল নাম্বার লিখে রেখে, পাশে লিখে দিত যদি কেউ এখান থেকে বের হয়ে যেতে পারেন  তবে এই নাম্বারে একটু জানিয়ে দেবেন আমি বেঁচে আছি।

এছাড়াও তিনি, কুরআনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং আগামীতে কুরআনের আইনে দেশ পরিচালনা হাওয়ার প্রত্যাশা রাখেন।

হাজী খলিলুর রহমান মোল্লার সার্বিক তত্ত্বাবধানে ও বাহাদুরপুরের পীর সাহেব,মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে আরো বক্তব্য রাখেন, প্রখ্যাত মুফাচ্ছিরে কুরআন আল্লামা হাসান জামিল সহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জামাতে ইসলামের আমীর সরোয়ার হোসাইন ও শিবচর উপজেলা বিএনপি প্রবীণ নেতা শাহাদাত হোসেন খান, মো: শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান) বিভিন্ন জামাতের নেতা কর্মীরা। ধর্মীয় আলোচনা শুনতে এবং জামাত ইসলামের নেতা বিখ্যাত বক্তা  আমির হামজা কে এক নজর দেখার জন্য মানুষের ঢল নামে।

বিআরইউ

 

Link copied!