Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

বিসিসিতে কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বরিশাল ব্যুরো:

বরিশাল ব্যুরো:

জানুয়ারি ৭, ২০২৫, ০৩:১১ পিএম


বিসিসিতে কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। 

দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।

 শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। 

তাই বরিশাল সিটি কর্পোরেশনের গরীব অসহায় কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল সিটি কর্পোরেশনের ভবনের  কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে দৈনিক মজুরি ভিত্তিতে থাকা ১২০ কর্মচারীদের মাঝে শীতবস্ত কম্বল বিতরন করা হয়েছে। 

বরিশাল সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের সভাপতি নূরে আলমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিসির সদস্য সচিব রুম্মা সিকদার। 

এছাড়াও উপস্থিত ছিলেন সংঠনের সহ-সভাপতি সালাউদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মানিকসহ কর্মচারী ইউনিয়নের সকল সদস্য সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

বিআরইউ

Link copied!