Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ৩

মো. আবদুল হালিম, কক্সবাজার

মো. আবদুল হালিম, কক্সবাজার

জানুয়ারি ৭, ২০২৫, ০৭:৪৮ পিএম


কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ৩

কক্সবাজারের চকরিয়ার প্যারাবনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে উপজেলার বদরখালী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী পাড়ার মৃত ইজ্জত আলীর ছেলে মো. বশির (৩৮), ঢেমুশিয়াপাড়ার আবদুস সোবহানের ছেলে মো. শাহজাহান (২৭) ও কলেজপাড়া এলাকার মো. ইছহাকের ছেলে মো. কাজল (২৩)।

ধর্ষণের শিকার কিশোরীর পরিবার জানায়, গত রবিবার ঐ কিশোরী বদরখালী স্টেশন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে মহেশখালী যাচ্ছিল। অটোরিকশাটি বদরখালী সেতুর ওপর গেলে গাড়ি নষ্ট হওয়ার বাহানা দিয়ে চালক তাকে নামিয়ে দেয়। সেতু পার হওয়ার সময় দুজন তার পথ রোধ করে। পরে ভয়ভীতি প্রদর্শন করে ধারালো ছুরি দেখিয়ে তার মুখ চেপে ধরে সেতুর পাশে বেড়িবাঁধের প্যারাবনের ভেতরে নিয়ে যায়। সেখানে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

কিশোরীর স্বজনরা আরও জানান, কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে সে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, ধর্ষণের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। সাঁড়াশি অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে। অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, কিশোরীর পরিবার মামলার প্রক্রিয়া শুরু করেছে। মামলার পর আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হবে। পাশাপাশি ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করতে কিশোরীকে আদালতে নেওয়া হবে।

আরএস

Link copied!