Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

ময়মনসিংহে সেনা প্রধানের প্রশিক্ষণ মহড়া পরিদর্শন দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

জানুয়ারি ৭, ২০২৫, ০৮:০৫ পিএম


ময়মনসিংহে  সেনা প্রধানের প্রশিক্ষণ মহড়া পরিদর্শন দুঃস্থদের  মাঝে শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহের তারাকান্দায় কাকনী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় ৭ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দুঃস্থ ও অসহায়দের মাঝে  শীত বস্ত্র বিতরণ করেন।

পরে  বাংলাদেশ সেনাবাহিনী  চলাকালীন ও ৭৭ ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় সেনাবাহিনী ১৯ পদাতিক ডিভিশনের  বাৎসরিক যৌথ প্রশিক্ষণের মহড়া পর্যবেক্ষণ করেন তিনি। প্রতি বছরের ন্যায় এ বছরও ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা শীত মৌসুমে অসহায় ও শীতার্তদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায় । শীতবস্ত্র পেয়ে উপকারভোগী আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করে। 

ভবিষ্যতে  বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ১৯ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে সেনাবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন। 

এসময়  সেনাবাহিনী সদর দপ্তর এর মাস্টার জেনারেল অব অর্ডন্যাস, জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাতিক ডিভিশন  এবং এরিয়া কামান্ডার ঘাটাইল এরিয়া, কামান্ডার ৭৭ পদাতিক ব্রিগেডসহ ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তাসহ অন্যানরা উপস্থিত ছিলেন। এলাকার সাধারণ মানুষ  সেনাবাহিনীর মহড়া কার্যক্রম উপভোগ করেন।

আরএস

Link copied!