রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
জানুয়ারি ৮, ২০২৫, ১২:১৬ পিএম
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
জানুয়ারি ৮, ২০২৫, ১২:১৬ পিএম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ঘরের শয়নকক্ষে গলায় ওড়না প্যাঁচানো ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার লালানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলমশাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম নুর আয়েশা বেগম নিসা (২৭), তিনি একই এলাকার বাসিন্দা মৃত আবদুল নবীর ছেলে কাতার প্রবাসী আবুল কালামের স্ত্রী এবং একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাওলানা কবির আহমদ পাড়া এলাকার বাসিন্দা মৃত আবদুস সালামের কন্যা।
এদিকে এ বিষয়ে জানতে চাইলে নিহতের ভাই আবুল কালাম জনি বলেন, আমার বোন মৃত্যুর আগের দিন রাতেও স্বাভাবিক কথাবার্তা বলছে। সে জানায় তার ননদ বেড়াতে আসছে তাই তাকে সময় দিতে আরও দুই-তিনদিন শ্বশুর বাড়িতে থাকবে।
এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে নিহতের স্বামীর বড়ভাই আবুল কাশেম বলেন, সাম্প্রতিক ছোট ভাইয়ের সাথে কথা বলে জানা যায় তার স্ত্রী আয়েশা তাকে বিভিন্ন সময় ফোনে বলতো জানুয়ারি মাসে দেশে না এলে সে আত্মহত্যা করবে।
এ বিষয়ে মামলার সুরতহাল প্রতিবেদন তৈরি করা রাঙ্গুনিয়া থানার এসআই মাহমুদুল হাসানের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা খবর পেয়ে আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে পেয়েছি। পজিশন দেখে মনে হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্ত ছাড়া এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া ভিকটিমের পরিবার আত্মহত্যার একটা মামলা দিয়েছে।
ইএইচ