Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

পাটগ্রামে ঘন কুয়াশা ও শীতে বিপর্যস্ত জনজীবন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৫, ০১:০৯ পিএম


পাটগ্রামে ঘন কুয়াশা ও শীতে বিপর্যস্ত জনজীবন

লালমনিরহাটের পাটগ্রামে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা।

বিকাল থেকে পরদিন সকাল পর্যন্ত শীত অনুভূতি বেশি হচ্ছে।

ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষেরা। শিশু ও বয়স্ক মানুষের মধ্যে বাড়ছে শীত জনিত নানান রোগের প্রকোপ।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টা পর্যন্ত লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঘন কুয়াশার চাদরে চারিদিক আচ্ছন্ন হয়ে আছে। একটু উষ্ণতার জন্য মানুষ বাড়িতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। কৃষকেরা শীত উপেক্ষা করে ফসলের মাঠে কাজে বেরিয়েছে। প্রচণ্ড এই শীতে বেড়েছে শীতের কাপড়ের কদর।
বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার দিনমজুর সাগর ইসলাম (২৭) বলেন, আমি খুবই গরিব মানুষ। এই শীতেও মানুষের কাজ করতে হয়। মানুষের বাড়িতে কাজ না গেলে খাবো কি।

কুচলীবাড়ী ইউনিয়নের মাস্টার পাড়ার বাসিন্দা কৃষক মোকছেদ আলম (৪৫) জানান, শীতে আমাদের সকালবেলা কাজ করতে খুবই কষ্ট হয়। আমরা কৃষক মানুষ শীতে কষ্ট হলেও বাধ্য হয়ে কাজ করতে হয়।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এ অঞ্চলের আজকের তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ইএইচ

Link copied!