Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

বৈষম্যবিরোধী ছাত্রহত্যার মামলাসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

সাভার প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৫, ০২:১৬ পিএম


বৈষম্যবিরোধী ছাত্রহত্যার মামলাসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার

সাভারে বৈষম্যবিরোধী ছাত্রহত্যার মামলাসহ বিভিন্ন মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামার আসামি সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরকে রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডে থেকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য কিয়ামুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান আকাশকে আমিনবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে একই মামলায় আমিনবাজার ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক সায়েমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে সাভার থানার চলমান বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি আতাউর রহমান, সাভারের হেমায়েতপুর থেকে একশ দশ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী অপযু চন্দ্র দাশ ও সাভার থেকে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার ও চোর চক্রের প্রধান বিলকিস, মোহাম্মদ আলী ও রুবেল মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, সকালে রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!