Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫,

গুরুদাসপুরে ইউএনওর বিদায় ও যোগদান

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৫, ০২:৫৬ পিএম


গুরুদাসপুরে ইউএনওর বিদায় ও যোগদান

বদলিজনিত কারণে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নিয়েছেন।

বুধবার দুপুর দুইটায় তিনি নবাগত ইউএনও ফাহমিদা আফরোজের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দীর্ঘসময় গুরুদাসপুর উপজেলায় দায়িত্ব পালনকালে সালমা আক্তার মানবিক দৃষ্টিভঙ্গি, দায়িত্বশীলতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের জন্য সাধারণ মানুষের মনে বিশেষ স্থান করে নেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দায়িত্ব পালনের প্রশংসা করেছেন।

বিদায় অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সালমা আক্তার বদলিজনিত কারণে সিলেটে যোগদান করবেন।

নবাগত ইউএনও ফাহমিদা আফরোজ রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বদলি হয়ে গুরুদাসপুর উপজেলায় যোগদান করেছেন।

নবাগত ইউএনও ফাহমিদা আফরোজ দায়িত্ব গ্রহণ করে জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

ইএইচ

Link copied!