Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

সুনামগঞ্জে ১৭ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

তাহিরপুর প্রতিনিধি

তাহিরপুর প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৫, ০৩:৫৯ পিএম


সুনামগঞ্জে ১৭ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

সীমান্ত এলাকা থেকে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি।

বুধবার ভোরে লাউড়েরগড় বিওপি ও মাঠগাও বিওপি এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় চিনি, সুপারি, ফুসকা। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ৭৯ হাজার ৫শ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, জব্দকৃত ভারতীয় ফুসকা, চিনি ও সুপারি জেলা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একইসঙ্গে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!