Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

দোহারে গ্যারেজ মালিককে হত্যা: গ্রেপ্তার ৯

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৫, ০৪:৪৭ পিএম


দোহারে গ্যারেজ মালিককে হত্যা: গ্রেপ্তার ৯

ঢাকার দোহারে অটোরিকশা গ্যারেজ মালিক শেখ শহীদ হত্যাকাণ্ডের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. মানিক মোল্লা (৪২), সিরুতাজ বেগম (৩৯), মো. সুমন খাঁ (৩২), মাহবুব (৫০), আমজাদ (৩৫), রিকশাচালক আল আমিন (৪২), ভাংগাড়ীর দোকানদার আল আমিন (৩৫), মালেক (৫৭), এবং শাহ আলম (৩৬)।

এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাটারি চালিত রিকশা ও ৮টি অটোরিকশার ব্যাটারি ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে দোহার থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দোহার সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার মো. আশরাফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রেজাউল করিম ও ওসি তদন্ত (উপপরিদর্শক এসআই) মো. নুরুন্নবী ইসলাম।

সহকারী পুলিশ সুপার জানান, গত বছরের নভেম্বর মাসের ২২ তারিখ রাতে উপজেলার লটাখোলা নতুন বাজারে অটোরিকশা গ্যারেজ মালিক শেখ শহীদ খুন হয়। এরপর তার ভাই শেখ ছোরহাব বাদী হয়ে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর গ্রাম থেকে মানিক মোল্লা ও সিরুতাজ বেগমকে গ্রেপ্তার করে।

পরে তাদের দেয়া তথ্যমতে, হত্যাকাণ্ডের মূল হোতা সুমন খাঁকে ঢাকার দারুসসালাম থানার গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর তাদের তথ্যের ভিত্তিতে বাকিদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো করা হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী শেখ ছোরহাব বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।

ইএইচ

Link copied!