Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫,

জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে চুরি, দেখে ফেলায় গৃহকর্মীকে খুন

ফেনী প্রতিনিধি:

ফেনী প্রতিনিধি:

জানুয়ারি ৮, ২০২৫, ০৬:৪৩ পিএম


জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে চুরি, দেখে ফেলায় গৃহকর্মীকে খুন

অনলাইন জুয়া খেলার টাকা জোগাড় করতে গিয়ে ছুরিকাঘাতে মাসুদা বেগমকে (৬৫) খুন করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং চতুর্থ পর্বের ছাত্র আবির হোসেন রাফি (২০)। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফেনীর পুলিশ সুপার জয়িতা শিল্পী নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে আবির আল রাফিকে গ্রেপ্তার করা হয়। আবির নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া গ্রামের আনোয়ারুল হক মেম্বার বাড়ির মো. মেজবাহ উদ্দিনের ছেলে।

সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, অনলাইনে জুয়া খেলায় জড়িয়ে পড়েন তরুণ শিক্ষার্থী আবির হোসেন রাফি। বাবার কাছ থেকে ল্যাপটপ কেনার জন্য নেয়া টাকাও উড়িয়ে দেন জুয়া খেলে। এরপর টাকা জোগাড় করতে শুরু করেন চুরি।

তিনি আরও জানান, গত ২৬ ডিসেম্বর চুরি করতে গেলে গৃহকর্মী মাসুদা বেগম তাকে দেখে ফেলে। একপর্যায়ে মাসুদা বেগম তাকে আটকানোর চেষ্টা করলে আবির ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মাসুদা বেগমকে হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। মাসুদা সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পিঠাপাশারী গ্রামের মো. সিরাজের স্ত্রী।

খুনের ঘটনায় গৃহকর্মী মাসুদার ছেলে মো. জাফর বাদী হয়ে ফেনী মডেল থানার মামলা দায়ের করে। এ ঘটনায় পিবিআইয়ের ক্রাইমসিন টিম ঘটনাস্থলের ভিডিও ফুটেজসহ বিভিন্ন আলামত উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ছায়া তদন্ত অব্যাহত রাখে।

ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন ও প্রকৃত অপরাধীকে গ্রেপ্তারে চেষ্টা করতে থাকে। ভিডিও ফুটেজ পর্যালোচনাসহ গোপন অনুসন্ধানের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবির জিজ্ঞাসাবাদে জানায়, সে বেশ কিছু দিন ধরে অনলাইনে জুয়া খেলায় তীব্রভাবে আসক্ত ছিল। একপর্যায়ে জুয়া খেলার টাকা সংগ্রহের জন্য সে মরিয়া হয়ে উঠে। আবির তার বাবার কাছ থেকে একটি ল্যাপটপ কেনার কথা বলে ৪০ হাজার টাকা বাড়ি থেকে নিয়ে আসে। ওই টাকাও সে জুয়া খেলায় নষ্ট করে ফেলে।

পরে আসামির দেয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও আবিরের পরিহিত গায়ের ফুলহাতা সাদা কালো রঙের চেক শার্ট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করে।

আদালতের মাধ্যমে মামলার পরবর্তী কার্যক্রম এগিয়ে যাবে বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে পিবিআই ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!